সাতক্ষীরায় ফেরোমন ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের উদ্যোগে বিজেআরআই তোষা পাট-৮ (রবি-১) সেনাপতি মার্কা পাট বীজ নিয়ে এক ডিলার প্রশিক্ষণ অনুষ্টিত হয়েছে।
সোমবার (১৫ নভেম্বর) সকালে সাতক্ষীরা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচী উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ খালিদ সাইফুল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন ফেরোমন ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের পরিচালক কে এম মনোয়ার হোসেন হিমেল। প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেরোমন ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আজিজুর রহমান। উপস্থিত ছিলেন আমিনুর রহমান, রবিউল ইসলাম, ইমরান হোসেন প্রমুখ।
প্রধান অতিথি উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, দেশে পাট বীজে স্বয়ংস্পূর্ণতা অর্জন করতে হলে বরি-১ জাতের সেনাপতি মার্কার পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ করতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ডিলারদের মধ্যে বক্তব্য রাখেন মেসার্স সর্দার ট্রেডার্সের মোঃ আব্দুল্লাহ। প্রেস বিজ্ঞপ্তি