বিশেষ প্রতিনিধি : সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও বর্তমান সাংসদ ডা: আ. ফ. ম রুহুল হকসহ সাতক্ষীরার দুইজন প্রভাবশালী আওয়ামী লীগের এমপির মাথার দাম কোটি টাকা ঘোষণা করা হয়েছে একটি ফেসবুক আইডি থেকে।

এনিয়ে এমপিদ্বয়ের পক্ষ থেকে সাধারণ ডায়েরির প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এদিকে, সদ্য আইডি খুলে এধরণের হুমকি দেয়া ফেসবুক আইডির মালিকের খোঁজ নিচ্ছেন পুলিশ।

সোমবার (৯ আগস্ট) সকাল ১১টায় জেলা আইন-শৃংখলা কমিটির সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখারও প্রস্তাব দেন।

গত রোববার দুপুরে ‘আজরায়ি জান নেই’ ফেসবুক নামক ফেসবুক প্রোফাইল আইডি থেকে সাতক্ষীরা-৩ আসনের সাংসদ ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডা: রুহুল হক ও সাতক্ষীরা-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির ছবিসহ তাদের দু’জনের মাথা কেটে দিতে পারলে কোটি টাকা পুরস্কার ঘোষণা করা হয়।

পরবর্তীতে ওই আইডি বন্ধ করে একই প্রোফাইল পিকচার ঠিক রেখে ‘কালিমা মা’ ফেসবুক আইডি খুলে আবারও একইভাবে হুমকি দেয়া হয়।

এদিকে, সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসক মো: হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। এসময় পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান জানান, দু’দিন আগে খোলা ওই ফেসবুক আইডি নিয়ে তদন্ত কাজ চলছে।

এ ব্যাপারে সাংসদ ডা: রুহুল হক জানান, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। একইভাবে সদর সাংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষে জানানো হয়েছে, এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরির প্রস্তুতি নেয়া হচ্ছে।

সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি তিনি সাইবার ইউনিটকে জানিয়েছেন। এছাড়া স্থানীয়ভাবে খোঁজ-খবর রাখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *