চট্টগ্রাম ২৫ ফাল্গুন (১০ মার্চ) : বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত মুজিববর্ষে বঙ্গবন্ধুকে অমর একুশে বই মেলার সমাপনী ও একুশে স্মারক সম্মাননা পদক এবং সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেন, বই মানুষের মননশীলতা বিকাশের ক্ষেত্রে, শিশুকিশোরদের কোমল বৃত্তিগুলো বিকশিত করার ক্ষেত্রে এবং জীবনকে পাল্টে দেওয়ার ক্ষেত্রেও বই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মন্ত্রী আরো বলেন, আজকের পৃথিবীর বাস্তবতায় মানুষের বই পড়ার অভ্যাস আগের তুলনায় অনেক কমে গেছে। আমাদের ছোট বেলায় প্রচন্ড বই পড়ার অভ্যাস ছিল।
তখন পাড়ায় পাড়ায় লাইব্রেরী ছিল কিন্তু আর তা নাই। শিশুকিশোরদের মঝে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, একই সাথে সঠিক বই পড়তে আগ্রহী করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ শুধু নিজের অর্থ ও খ্যাতির পেছনে ছুটছে, আবার অনেকে ছুটছে জীবন যুদ্ধে।
আর একটি বিশেষ ব্যাপার হচ্ছে ডিজিটাল প্লাটফর্ম। মানুষ যে অবসরটুকু পায় , ডিজিটাল প্লাটফর্ম সবটুকুই কেড়ে নিয়েছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী শত ব্যস্তাতার মাঝেও বই পড়েন। বিদেশ সফরে যাওয়ার সময় বিমানের মধ্যে অন্যরা যখন ঘুমায় তখন তিনি বই পড়েন।
করোনার এই প্রতিকূল পরিস্থিতিতেও বইমেলা আয়োজন করার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে মন্ত্রী ধন্যবাদ জানান। এ মেলা যদি নিয়মিত ভাবে আয়োজন করা যায়, এটি খুব সহসা দেশের অভ্যন্তরের বই প্রেমীদের, প্রকাশকদের এবং লেখকদের মনযোগ আকর্ষণ করবে, একই ভাবে আন্তর্জাতিক ভাবে বই মেলার সুখ্যাতি ছড়িয়ে পরবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। মন্ত্রী চসিক মেয়রকে আগামী বছর মেলার পরিসর আরও বৃদ্ধি করার পরামর্শ প্রদান করেন।
বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও অগ্রযাত্রার কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, আসামের মূখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের যে বৈপ্লবিক পরিবর্তন, তার ভূয়সী প্রশংসা করেন।
বাংলাদেশের একটি দল আছে বিএনপি ও তার মিত্ররা এই উন্নয়ন দেখেনা, এর প্রশংসাও করতে পারে না। আজকে পৃৃথিবীতে করোনা পরিস্থিতি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সমগ্র পৃথিবীতে কিছু কিছু পণ্যের মূল্য বেড়েছে। ইউরোপে এখন পণ্যের মূল্য গত এক দশকের মধ্যে সবচেয়ে বেশি। মার্কিন যুক্তরাষ্ট্রেও বিশেষ করে খাদ্যদ্রব্যের মূল্য বেড়েছে।
বাংলাদেশেও বিশেষ করে আমদানী নির্ভর পণ্যের মূল্য বেড়েছে। সরকার সেগুলো নিয়ন্ত্রণের জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। সাধারণ মানুষ যাতে পণ্য কিনতে পারে সে জন্য টিসিবির আওতা আরও বাড়িয়েছে। প্রায় এক কোটি মানুষ যাতে কম মূল্যে পণ্য কিনতে পারে সেটির ব্যবস্থা করা হয়েছে।
কিন্তু বিএনপি একদিকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য কর্মসূচী দিচ্ছে আর অন্যদিকে অসাধু ব্যবসায়ীদের পরামর্শ দিচ্ছে, বাতাস দিচ্ছে যাতে স্টক করে পণ্যে কৃত্রিম সংকট সৃষ্টি করে।
যারা এমন সংকট সৃষ্টি করছে তারা যেমন দেশবিরোধী কাজ করছে, বিএনপিও একই সাথে দেশ বিরোধী কাজ করছে। ব্যবসায়ী সংগঠন গুলোকে অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, দেশে রমজান ও পূজা পার্বণকে লক্ষ করে পণ্যের দাম বৃদ্ধির এই প্রবনতা দেখা যায়।
এটা প্রচন্ড অসততা এবং জনগণের সাথে প্রতারনা। যারা এই অসাধু কাজটি করবে তারা জনবিরোধী কাজ করবে। সরকার এর বিরোদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মন্ত্রী নয় (০৯) জন বিশিষ্ট ব্যক্তিবর্গকে বিভিন্ন বিষয়ে অবদানের জন্য একুশে স্মারক সম্মাননা পদক ও চার (০৪) জনকে সাহিত্যে অবদানের জন্য সাহিত্য পুরস্কার প্রদান করেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিমের সভাপতিত্বে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী (যুগ্মসচিব) মোহাম্মদ শহীদুল আলম, বই মেলা উদযাপন পরিষদের আহবায়ক কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমদ মঞ্জু এসময় উপস্থিত ছিলেন।