দীপক শেঠ, কলারোয়া : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্দেশ্যে কলারোয়া আ’লীগের পক্ষ থেকে পশু কোরবানি দেয়া হয়েছে। প্রতি বছরের ন্যায় কলারোয়া উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন’র আয়োজনে ওই পশু(ছাগল) কোরবানি দেয়া হয়।

বৃহস্পতিবার (২২জুলাই) সকালে উপজেলা আ’লীগ কার্যালয় সংলগ্ন উন্মুক্ত এলাকায় পশু(ছাগল) কোরবানি শেষে মাংস (গোস্ত) গরীব, দুস্থ ও অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা যুগ্ম সাধারন সম্পাদক ও পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, আ’লীগ নেতা প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, ইউনিয়ন আ’লীগ নেতা সাহেব আলী, মসজিদের ইমাম আব্দুর রফিকসহ আ’লীগ নেতা-কর্মীবৃন্দ।

সব শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে
মহামারি করোনা থেকে মুক্তিসহ সকল মানুষের ওপর শান্তি ও সৌহার্দ্য বর্ষিত হউক এই কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *