খুলনা, ২৫ ফাল্গুন (১০ মার্চ ) : স্বাধীনতার মহান স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উদযাপনের লক্ষে খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমি রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করেছে।

১৪ মার্চ সকাল ১০টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। রচনা প্রতিযোগিতায় খ-বিভাগ: ৫ম থেকে ৭ম শ্রেণি, বিষয়: বঙ্গবন্ধুর ছাত্র জীবন; গ-বিভাগ: ৮ম থেকে ১০ম শ্রেণি, বিষয়: বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ। চিত্রাংকন প্রতিযোগিতা সকাল সাড়ে ১০টায় ক-বিভাগ: শিশু থেকে ২য় শ্রেণি, বিষয় ও মাধ্যম উন্মুক্ত; খ-বিভাগ: ৩য় থেকে ৫ম শ্রেণি, বিষয়: বঙ্গবন্ধু ও বাংলাদেশ; গ-বিভাগ, ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত, বিষয়: ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, মাধ্যম: জল রং/প্যাস্টেল রং।

রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার কাগজ শিশু একাডেমি সরবরাহ করবে এবং অন্যান্য সরঞ্জামাদি শিশুদের সঙ্গে আনতে হবে। ১৭ মার্চ সন্ধ্যা সাতটায় খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *