স্টাফ রিপোর্টার : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০২তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার আয়োজনে শনিবার সন্ধা ৬টায় শহরের খুলনারোড মোড়ে সংগঠনের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০২তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবসের উক্ত আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ পৌর শাখার সভাপতি ও এমআর পরিবহনের চেয়ারম্যান নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুণ অর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, পৌর আওয়ামী লীগের পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেন, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি রাশেদুজ্জামান রাশি, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান।

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আনছারুজ্জামান, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা জেলার সহ-সভাপতি আব্দুল আলিম সরদার, যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, পৌর শাখার সাধারণ সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুদ আলী।

অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের নেতা মোস্তফা, মনজুল, তৈবুর, মেহেদী, আফসার, আলম, আলমগীর, মুজিবর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *