স্টাফ রিপোর্টার : ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ইটাগাছায় কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা পৌর ৭নং ওয়ার্ড শাখার সভাপতি ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালুর নিজস্ব উদ্যোগে ১৭ মার্চ বুধবার সন্ধায় শহরের ইটাগাছা মোড়ে ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয শিশু দিবসে কেককাটা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড সিবিএ’র সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হান্নান, যুগ্নসম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, যুবলীগ নেতা ফজলুর রহমান ঢালী, আকছেদ আলী প্রমুখ।