হাফিজুর রহমান শিমুল : কবিতা আবৃত্তি করে কালিগঞ্জের ক্ষুদে আবৃত্তিকার হাবিব হেনা সাতক্ষীরার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ বিশিষ্ট কবি শেখ মফিজুর রহমান ও বিজ্ঞ সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার এর মন ছুয়েছে।
শনিবার ( ১৩ মার্চ) বেলা ১১ টায় সাতক্ষীরার পাবলিক লাইব্রেরীতে অনুষ্ঠিত বঙ্গবন্ধু কবিতা উৎসবে হাবিবা হেনা কবিতা আবৃত্তি করে। এসময় খুশি হয়ে সাতক্ষীরার বিশিষ্ঠ সঙ্গীত শিল্পী আবু আফফান রোজ বাবু তাকে পাঁচশত টাকা পুরুস্কৃত করেণ। হাবিবা হেনা কালিগঞ্জ উপজেলার দক্ষীণ শ্রীপুর ইউনিয়নের ঘোজাডাঙ্গা গ্রামের আবু হোসেন ঢালীর মেয়ে। তার পিতার লেখা কবিতা সে আবৃত্তি করে বলে জানা গেছে।