নিজস্ব প্রতিনিধি : ৫ দিন ব্যপি বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ আয়োজিত বঙ্গবন্ধু জাতীয় কবিতা উৎসব ২০২০-২০২২ এ সাতক্ষীরার কৃতি সন্তান এ্যাডভোকেট শিমুল পারভীন পেলেন বৃষ্টি দোলা তরুণ আবৃত্তি শিল্পী পদক।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যশালা মঞ্চে গত ২৭ জানুয়ারী সকাল ১০ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্ভোধন করেন বঙ্গবন্ধু জাতীয় কবিতা উৎসব।
তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ, শিক্ষমন্ত্রী ডা. দীপু মনিসহ বিশিষ্ট জনদের উপস্থিতিতে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি আসাদুজ্জামান নূর এমপি, সাধারণ সম্পাদক আহ্কাম উল্লাহ্সহ সমন্বয় পরিষদ আয়োজক কমিটির সার্বিক তত্ত্বাবধানে সারা দেশের সমন্বয় পরিষদ ভুক্ত আবৃত্তি সংগঠন সরাসরি ও ভার্চুয়ালি যুক্ত হন এ অনুষ্ঠানে।
বাংলাদেশর ৬ জন গুনী আবৃত্তিশিল্পী পান বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি পদক। এছাড়া ৫০ জন গুনী আবৃত্তি শিল্পী পান বঙ্গবন্ধু আবৃত্তি স্মারক। গোলাম মুস্তফা আবৃত্তি পদক পান ৪ জন গুনী আবৃত্তি শিল্পী। তরুণ আবৃত্তি শিল্পী পদক পান ২০জন।
এছাড়া ৬ টি সংগঠন কে পদক দেয়া হয়। লেখক ও আবৃত্তি শিল্পী শিমুল পারভীন এমন এক মহৎ অনুষ্ঠানে পদক পেয়ে আপ্লুত। তিনি মনে করেন আবৃত্তি জীবনে এ এক অনন্য প্রাপ্তি।