স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ২০২০-২০২১ কুমিল্লায় অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় সাতক্ষীরা জেলা দল বনাম কুমিল্লা জেলা দলের মধ্যে অনুষ্ঠিত হয়। ২৭ মার্চ দুপুর ২টায় কুমিল্লার শহিদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলার প্রথমার্ধে গোল শূন্য ভাবে শেষ হয়।
দ্বিতীয়ার্ধে কুমিল্লা জেলা দলকে ৩-০ গোলে হারিয়ে সাতক্ষীরা জেলা দলের শুভ সূচনা হয়। খেলায় সাতক্ষীরা জেলা দলের পক্ষে সুমন, জাকির ও মহানন্দ ১টি করে গোল করে।
১০টি দলের অংশগ্রহণে ৯ম বাংলাদেশ গেমস অনুষ্ঠিত হচ্ছে। গেমসে বি গ্রুপে সাতক্ষীরা, রংপুর, কুমিল্লা, কক্সবাজার জেলা ও বিকেএসপি। এবং এ গ্রুপে নেত্রকোনা,বাংলাদেশ সেনা বাহিনী, সিলেট, পাবনা ও খুলনা জেলা দল অংশ গ্রহণ করেছে।
আগামী ২৯ মার্চ দল দুপুর ২টায় সাতক্ষীরা জেলা দল রংপুর জেলা দলের মোকাবেলা করবে।
সাতক্ষীরা জেলা দলের কোচ হিসেবে রয়েছেন, ইকবাল কবির খান বাপ্পি। টীম ম্যানেজার শেখ মাসুদ আলী ও আবুল কাশেম বাবুর আলী।
এদিকে সাতক্ষীরা জেলা দলকে অভিনন্দন জানিয়েছেন সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শেখ নাছেরুল হক, সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্সসহ এসোসিয়েশনের সকল কর্মকর্তাবৃন্দ।