ডেস্ক রিপোর্ট : বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মদিন উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুর উদ্যোগে দুটি হতদরিদ্র পরিবারের মাঝে গৃহনির্মাণের বরাদ্দ হস্তান্তর করা হয়েছে। রোবরাব (৮ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বরাদ্দ হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন করিব, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ-জোহরা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনূর ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুর উদ্যোগে ও প্রাইড ফাউন্ডেশনের সৌজন্যে রাজার বাগান এলাকার স্বামী পরিত্যক্তা শিল্পী খাতুন ও মাছখোলার প্রবীন হতদরিদ্র মহিলা সাকিরণ বিবির মাঝে এ ঘর নির্মাণ বরাদ্দ হস্তান্তর করা হয়।