বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা তাঁতিলীগের উদ্যোগে বঙ্গমাতার প্রতিকৃতিকে পুষ্পমাল্য অর্পন করা হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৫টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামেবঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এঁর প্রতি বিনম্রশ্রদ্ধা জানাতে উক্ত পুষ্পমাল্য অর্পন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক লায়লা পারভিন সেঁজুতি, জনস্বাস্থ বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, কেন্দ্রীয় কৃষকলীগ নেতা ও জেলা পরিষদ সদস্য রুবি, জেলা তাঁতিলীগের সভাপতি কাজী মারুফ হাসান, সাধারণ সম্পাদক শেখ আলমগির হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাহিদ হোসেন বাপ্পি, পৌর তাাঁতিলেগের সভাপতি মিঠু, সাধারণ সম্পাদক জুয়েল, সহ সভাপতি মিলন রায়, ৯নং ওয়ার্ড আওয়ামী লেগের সভাপতি সমীর বসু প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)