দীপক শেঠ, কলারোয়া : বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম
জন্মবার্ষিকীতে কলারোয়া উপজেলা আ’লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ আগষ্ট) বিকালে পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
সভায় উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলালের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ”লীগ যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, আ’লীগ নেতা আধ্যাপক ইউনুছ খাঁন, এ্যাড: শেখ কামাল রেজা, অবসরপ্রাপ্ত শিক্ষক ইউনুছ আলী, আ’লীগ নেতা
কপাই সভাপতি সহিদুল ইসলাম, পৌর আ’লীগ সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, মেজবাহ উদ্দীন নিলু,
আকিমুদ্দীন আকি, আ’লীগ নেতা মাস্টার হাফিজুর রহমান, সিরাজুল ইসলাম সিরাজ, আনছার আলী সরদার, আব্দুস সালাম, মহিলা আ’লীগ নেত্রী রহিমা বেগম কাজল, আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীর আলম লিটন, সাহেব আলী, স্বেচ্ছাসেবক লীগ নেতা আশিকুর রহমান মুন্না, সাঈদুজ্জামান সাঈদসহ আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
আলোচনা শেষে বঙ্গমাতা শহীদ শেখ ফজিলাতুন্নেছা মুজিবের আত্মার মাগফেরাত কামনা করে দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।