স্টাফ রিপোর্টার : যশোরে অনুষ্ঠিত বঙ্গমাতা ফজিলাতুন্নেছা জাতীয় মহিলা ফুটবল চাম্পিয়ানশীপের সেমিফাইনাল খেলায় চুয়াডাঙ্গা জেলা ফুটবল দলকে পরাজিত করে টুর্ণামেন্টের ফাইনাল খেলার টিকিট অর্জন করেছে সাতক্ষীরা জেলা ফুটবল দল।
আজ সোমবার যশোর স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে চুয়াডাঙ্গা জেলা ফুটবল দলের মুখোমুখি হয় সাতক্ষীরা জেলা দল। সেমিফাইনালে চুয়াডাঙ্গা জেলা ফুটবল দলকে ২-০ গোলে পরাজিত করে টুর্ণামেন্টের ফাইনালে উন্নিত হয়েছে সাতক্ষীরা জেলা দল।
সাতক্ষীরা দলের হয়ে সুমাইয়া খাতুন ও অন্তিকা রানী একটি করে গোল করেন। দলের কোচ হিসাবে ছিলেন খন্দকার আরিফ হাসান প্রিন্স ও টিম ম্যানেজার ফারহা দিবা খান সাথী। এছাড়া উপস্থিত ছিলেন মমতাজ খাতুন মিরা, আসাদুর রহমান, লিয়াকত হোসেন, রাগবি কোচ -আল ইমরান, প্রত্যাসা প্রমুখ।