স্টাফ রিপোর্টার : বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার উদ্যোগে রবিবার সন্ধা সাড়ে ৭টায় শহরের খুলনা রোডমোড়ে সংগঠনের কার্যালয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯১তম জন্মবার্ষিকীতে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি ও এম আর পরিবহনের চেয়ারম্যান মোঃ নুরুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন।
এসময় উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সাধারণ সম্পাদক কবির হোসেন, সহ-সভাপতি হাজী মহসিন মোল্লা, ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম, সহ-সভাপতি মেহেদী হাসান, ৫নং ওয়ার্ডের সভাপতি হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক তৈবুর রহমান, আব্দুর রশিদ, আবু তালেব প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সদর হাসপাতাল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাও. মুফতি সাইফুল্লাহ।