খুলনা, ২২ আশ্বিন (০৭ অক্টোবর): তালের চারা উত্তোলন, রোপণ এবং পরিবেশ উন্নয়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা আজ (বৃহস্পতিবার) খুলনার বটিয়াঘাটা কৃষক প্রশিক্ষণ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, খুলনা এই অনুষ্ঠানের আয়োজন করে।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ হাফিজুর রহমান। এসময় বটিয়াঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম বক্ততৃা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা ম্যানগ্রোভ সিলভিকালচার বিভাগের বিভাগীয় কর্মকর্তা ড. আসম হেলাল উদ্দিন আহম্মেদ সিদ্দীকি। প্রশিক্ষণ পরিচালনা করেন ম্যানগ্রোভ সিলভিকালচার বিভাগের গবেষণা কর্মকর্তা নাজমুস সায়াদাত পিটল।
অতিথিরা বলেন, বন গবেষণা ইনস্টিটিউটের সাথে কৃষি বিভাগের যৌথ উদ্যোগে তালের চারা ও অন্যান্য গাছের চারা রোপণের মাধ্যমে পরিবেশের উন্নয়ন ঘটাতে হবে। কৃষি উন্নয়নের সাথে সাথে তাল ও অন্যান্য বনজ ও ফলদ গাছের চারা রোপণ করে বৈশ্বিক উষ্ণায়ন কমানো সম্ভব। আলোচনায় তালের চারাসহ উন্নতমানের ফলদ, বনজ ও ঔষধী বৃক্ষের চারা রোপণ করে পরিচর্যার মাধ্যমে পরিবেশ উন্নত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। কর্মশালায় কৃষি, বন, এনজিও কর্মী ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।