সাতক্ষীরা টাইমস২৪ ডেস্ক : বরিশাল নগরীর শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল ও শহীদ অ্যাডভোকেট আবদুর রব সেরনিয়াবাত আইন মহাবিদ্যালয় এলাকা নিরব এলাকা হিসেবে ঘোষণা করেছে পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়।

শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় ০৮ সেপ্টেম্বর বৃহষ্পতিবার নগরের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল ও শহীদ অ্যাডভোকেট আবদুর রব সেরনিয়াবাত আইন মহাবিদ্যালয় এলাকায় শব্দদূষণ ও গাড়ির হর্ণ বাজানো নিষিদ্ধ করার লক্ষ্যে প্রচার কার্যআক্রম চালানো হয়েছে।

এসময় শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. মো. আব্দুর রাজ্জাক, পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যািলয়ের সহকারী পরিচালক মো. তোতা মিয়া, সহকারী বায়োক্যামিস্ট মো. মুনতাছির রহমান, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সমন্বয়কারী মো. রফিকুল আলম এসময় উপস্থিত ছিলেন।

বরিশাল জেলা তথ্য অফিস এ প্রচার কাজ পরিচালনা করছে। প্রচারনায় জানানো হয় শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ,২০০৬ অনুসারে নিরব এলাকায় যানবাহনে চলাচলকালে হর্ণ বাজানো নিষেধ এবং দন্ডনীয় অপরাধ। প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণ করা হয়েছে। এতে জানানো হয় শব্দদূষণের ফলে শ্রবণশক্তি হ্রাস ও স্থায়ীভাবে নষ্ট হয়। উচ্চ রক্তচাপ ও ফুসফুসজনিত জটিলতা, ক্ষুধামান্দা, হৃদরোগ, মস্তিস্ক বিকৃতি, অনিদ্র ও স্মরণশক্তি হ্রাস পায়।

এ আইন অমান্যকারীদের জন্য একমাস কারাদন্ড বা ৫ হাজার টাকা অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডিত হবেন বলে জানানো হয়। পরবর্তী অপরাধের জন্য অনধিক ৬ মাস কারাদন্ড বা ১০ হাজার টাকা অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডিত হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *