দেবহাটা প্রতিনিধি : গেল কয়েক যুগের মধ্যে প্রথমবারের মতো বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে দেবহাটা পাক হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর মুক্তিকামী বাংলার বীর সেনানীদের প্রতিরোধের মুখে দেবহাটা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় পাকিস্থানী হানাদার বাহিনী।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজয় র্যালী বের হয়। র্যালীটি উপজেলার প্রধান সড়ক সমূহ প্রদক্ষিন শেষে ফিরে এসে উপজেলা মুক্তমঞ্চে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভাটিতে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান।
বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী, মহিলা ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শ। অন্যান্যদের মধ্যে দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আলী মোর্ত্তজা মোহাম্মদ আনোয়ারুল হক, উপজেলা সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, দেবহাটা থানার এসআই শরিফুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুনসহ উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ ও সরকারি বিভিন্ন দপ্তরের অফিসাররা উপস্থিত ছিলেন।