হাফিজুর রহমান শিমুল : জননেত্রী শেখ হাসিনার সরকার স্থানীয় সরকারকে শক্তিশালী করে গ্রামীন অবকাঠামো উন্নয়নে ভুমিকা রেখেছে। উন্নয়ন উৎপাদনে বিশ্বাসী এ সরকার বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়নে তৃনমূল পর্যায়ে কাজ করছে। আজ কালিগঞ্জের ভাড়াশিমলা ইউনিয়নে নব নির্বাচিত চেয়ারম্যান আমার মনে হয়েছে জনবান্ধব হবে, জনগনের কল্যানে কাজ করবে।
কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বরদের দায়িত্বভার গ্রহণ ও বিদায়ী চেয়ারম্যান মেম্বরদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সেক্রেটারী আলহাজ্ব নজরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
শুক্রবার (২৮ জানুয়ারী) বিকাল ৪টায় পরিষদ প্রাঙ্গনে নবাগত চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম এর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও ভাড়াশিমলা ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহাদাৎ হোসেন, উপজেলা আ’লীগের সভাপতি মাষ্টার নরীম আলী মুন্সি, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, ভাড়াশিমলা ইউনিয়নের বিদায়ী চেয়ারম্যান নূর মোহাম্মাদ বিশ্বাস, সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাবেক সেক্রেটারী খাঁন আসাদুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক হারুন-উর রশিদ, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ, সাংবাদিক হাফিজুর রহমান মাসুম , উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী আব্দুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে নব-নির্বাচিত চেয়ারম্যান, মেম্বর ও সাবেক চেয়ারম্যান মেম্বরদের ফুল ও ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। নব-নির্বাচিত চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম আগামীতে ইউনিয়ন পরিষদ কে একটি মডেল, ঝঁকঝকে ও আদর্শ ইউনিয়ন পরিষদ উপহার দিতে অদ্যহতে চ্যালেঞ্জ গ্রহণ করে বলেন আমার ইউনিয়নকে চোর, দালাল, মাদক ও দূর্নীতিমুক্ত করার লক্ষে কাজ করতে চাই। এক্ষেত্রে সকল কাজে ইউনিয়বাসীর সার্বিক সহযোগীতা চাই।
আমি তাদের সাথে নিয়ে কাজ করতে চাই। আপনারা আমার জন্যে দেয়া করবেন। অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার প্রায় সহস্রাধীক মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নব-নির্বাচিত চেয়ারম্যান জেলা ও উপজেলার আওয়ামীলীগের নেতৃবৃন্দ, সাংবাদিক ও ইউনিয়নের গুরুত্বপূর্ন ব্যক্তিদের সাথে নিয়ে পরিষদ কক্ষে তার চেয়ারে বসেন। এদিকে নব-নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ উপলক্ষে ইউনিয়ন পরিষদ ও তার সামনের রাস্তায় সু-সজ্জিত আলোক সজ্জা করা হয়।