এম,এম সাহেব আলী, আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আশাশুনি থানা পুলিশের আনন্দ উদযাপনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে আশাশুনি থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির।
সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের সঞ্চালনায় আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী আশাশুনির সাংসদ ডাঃ আ.ফ.ম রুহুল হক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নীলকণ্ঠ সোম, ওসি (তদন্ত) মাহফুজুর রহমান, ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলন, প্রভাষক ম. মোনায়েম হোসেন, আ.ব.ম মোছাদ্দেক, শেখ জাকির হোসেন, জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, প্রেসক্লাব সভাপতি জিএম আল ফারুক, সাংগঠনিক সম্পাদক এসকে হাসান, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ঢালী সামছুল আলম প্রমুখ।
আলোচনা সভার আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭ই মার্চ উপলক্ষ্যে বক্তব্য মাল্টিমিডিয়ার মাধ্যমে সম্প্রচার করা হয় এবং আনন্দ উদযাপনে কেক কাটা হয়। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।