ডেস্ক রিপোর্ট : নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের সাতক্ষীরা জেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সাতক্ষীরা শহরের কুখরালির মোড়ে অবস্থিত কার্যালয়টি উদ্বোধন করেন দলের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কংগ্রেসের ভাইস চেয়ারম্যান এ্যাডঃ মোঃ শফিকুল ইসলাম।
জেলা কমিটির আহবায়ক মোঃ আলিমুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলার আহবায়ক মাওঃ আজিজুর রহমান, কলারোয়া উপজেলা কমিটির আহবায়ক ফিরোজ কামাল শিমুল, কালীগঞ্জ উপজেলা কমিটির আহবায়ক নন্দিতা রাণী মন্ডল, বিশিষ্ট সমাজ সেবক মোঃ সফিউর রহমান ও সাংবাদিক আমিরুল ইসলাম।
বাংলাদেশ কংগ্রেসের জেলা কমিটির সদস্য সচিব মোঃ আদম আলীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর কমিটির আহবায়ক অধ্যাপক এএইচএম নাজমুছ সাদত, সদর উপজেলা কমিটির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মাস্টার, কালীগঞ্জ উপজেলা কমিটির সদস্য সচিব মোঃ অলিউর রহমান প্রমুখ।
সভা শেষে জেলা কমিটির প্রয়াত সাবেক আহবায়ক মিজানুর রহমান বাবলু’র বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।