স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ফাটিলাইজার এসোসিয়েশন (বিএফএ) সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফাটিলাইজার এসোসিয়েশন (বিএফএ) সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে ০৬ ফেব্রুয়ারী রবিবার সকাল ১০টায় সাতক্ষীরা খামার বাড়ি হল রুমে উক্ত সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
বিএফএ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ সাধু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমানের সঞ্চালনায় সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএফএ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জালাল হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য সাতক্ষীরা জেলা কৃষি প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা হারুণ অর রশিদ, যশোর নওয়াপাড়া বিএফএ’র যুগ্নসম্পাদক আব্দুল মুকিদ জিলানী।
এছাড়া বক্তব্য রাখেন বিএফএ সাতক্ষীরা জেলার সহ-সভাপতি আবুল হোসেন মোঃ মোকছুদুর রহমান, সদস্য আমান উল্লাহ আমান, হামিজ উদ্দীন গাজী, মাহবুবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনজুর হোসেন, বিএফএ’র অর্থ সম্পাদকএসএম এনামুল হকসহ জেলার সাতটি উপজেলা থেকে আগত সার ডিলারবৃন্দ।
বাংলাদেশ ফাটিলাইজার এসোসিয়েশন (বিএফএ) সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সভায় বার্ষিক আয় ও ব্যায়ের হিসাব দাখিল করেন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান। সাধারণ সভার দ্বিতীয় পর্বে বিএফএ সাতক্ষীরা জেলার পূর্বের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়।
পরে যোগ্য নেতৃত্বের কারণে এবং প্রতিদ্বন্দি প্রার্থী না থাকায় বিশ্বজিৎ সাধু কে সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান কে সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত ঘোষণা করা হয়। এবং আগামী ১৫ই ফেব্রুয়ারীর মধ্যে ২৩ সদস্য বিশিষ্ট বিএফএ সাতক্ষীরা জেলা শাখার কার্যনির্বাহী কমিটি গঠনের নির্দেশনা দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএফএ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জালাল হোসেন।