নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা সদর-০২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় মোঃ আশরাফুজ্জামান আশু’ এমপি কে ফুলেল শুভেচ্ছা অভিনন্দন জানান হয়েছে। রবিবার (২১ জানুয়ারি) বিকালে শহরের কাটিয়া লস্কর পাড়ায় সদর-২ আসনের সংসদ সদস্যের বাসভবনে বাংলাদেশ মহিলা পরিষদের সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক জ্যোস্না দত্ত, সাংগঠনিক সম্পাদক রুপা মিত্র, অর্থ সম্পাদক হালিমা খাতুন প্রাপ্তি, এক্সিকিউটিব মোঃ মনজুরুল ইসলাম সহ জেলা কমিটির সদস্য বৃন্দ।