স্টাফ রিপোর্টার : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা সদর উপজেলা শাখার ইউনিয়ন কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে সাতক্ষীরা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সদর উপজেলা শাখার সভাপতি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন।
প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন, খুলনা বিভাগীয় আহবায়ক শেখ আব্দুল গণি।
বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: রুহুল আমীন, সাতক্ষীরা জেলা সংসদের সভাপতি সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ আসাফুর রহমান, সদস্য আবু সুফিয়ান, জেলা সম্পাদক এস এম শরিফুজ্জামান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,জেলা সংসদের সহ-সভাপতি মনিরুজ্জামান নয়ন, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, নূরে আলম সিদ্দিকী,মাস্টার মুরাদ হোসেন, সদর উপজেলা সংসদের যুগ্ম আহবায়ক নাজমুল হাসান, যুগ্ম সম্পাদক সাংবাদিক আবুল কালাম আজাদ, হাসানুজ্জামান সুমন, মাস্টার সিরাজুল ইসলাম, আশাশুনি সভাপতি রাজু আহমেদ, বাঁশদহা সভাপতি মাস্টার শহীদুল ইসলাম, বৈকারীর সভাপতি আব্দুল জলিল, দেবহাটার আহবায়ক সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব নজরুল ইসলাম বলেন, মুক্তিযোদ্ধাদের তাজা রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে। মুক্তিযোদ্ধার সন্তানদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।
পরে সাতক্ষীরা সদর উপজেলার ১৪টি ইউনিয়নের আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।