নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের
কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর )
সকাল সাড়ে ১০টায় রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা জেলা ইউনিট এর
কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রেড ক্রিসেন্ট সোসাইটির সাতক্ষীরা’র চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও
রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ হারুন উর রশিদ, জেলা আওয়ামী লীগের সদস্য এস এম শওকত হোসেন, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সহ-সভাপতি শেখ তহিদুর রহমান ডাবলু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুর রশিদ ও সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির উপ পরিচালক এ.এস.এম আক্তার প্রমুখ।
আলোচ্যসূচির মধ্যে ছিল নির্বাচন ও বার্ষিক সাধারণ সভার তারিখ নির্ধারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় অফিস সহকারি মো. কামরুল ইসলামসহ যুব সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন ।