পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : আগামী ১৫ ও ১৬ মার্চ বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এ্যাসোসিয়েশন নির্বাচন ২০২২-২৩ নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেল থেকে সহ-সভাপতি পদে নির্বাচন করছেন এডভোকেট মোহাম্মদ হোসেন।
সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা থানার পাটকেলঘাটা গ্রামের কৃতি সন্তান এডভোকেট মোহাম্মদ হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪-৮৫ ব্যাচে এলএল, বি ( অনার্স) ও এলএল,এম ডিগ্রি অর্জন করেন।
তিনি ১৯৯২ সালে বাংলাদেশ বার কাউন্সিল থেকে আইনপেশায় সনদপ্রাপ্ত হয়ে সাতক্ষীরা আইনজীবী সমিতির সদস্য হয়ে সাতক্ষীরা জজকোর্টে আইনপেশা শুরু করেন। এর পর ১৯৯৩ সালের ২১ আগস্ট বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনে আইনপেশা পরিচালনার অনুমতি প্রাপ্ত হয়ে নিয়মিত হাইকোর্টে আইনপেশা পরিচালনা করে যাচ্ছেন। তিনি ১৯৯৪ সালের ২৮ ডিসেম্বর বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সদস্যভূক্ত হন।
তিনি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির একজন সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করছে।
তিনি ঢাকাস্থ খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির সহ-সভাপতি, ঢাকাস্থ সাতক্ষীরা আইনজীবী সমিতির সভাপতি ও ঢাকাস্থ তালা উপজেলা সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব করেছিলেন। তিনি রুলার একজন সক্রিয় সদস্য।
এডভোকেট মোহাম্মদ হোসেন একজন নম্র ভদ্র, প্রতিশ্রুতিশীল, সাহসী ভালো আইনজানা সম্পন্ন একজন আইনজীবী। এডভোকেট মোহাম্মদ হোসেন সহ-সভাপতি পদে সকলের নিকট ভোট, দোয়া ও সামর্থন কামনা করেছেন।