চট্টগ্রাম, ৮ ফাল্গুন (২১ ফেব্রুয়ারি) : চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিন , পৃথিবীতে অনেক প্রমাণ আছে তাদের ভাষা কালের স্রোতে বিলপ্ত হয়েগেছে। সেখানে ইউনেস্কোর মাধ্যমে বাংলাভাষা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়া মহা গৌরবের বিষয়।
তিনি বলেন, বাঙ্গালি জাতির জন্য ২১ শে ফেব্রুয়ারি বহু তাৎপর্য বহন করে।প্রভাতফেরি কিংবা শহিদ মিনারে ফুল দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয় । বাঙ্গালি জাতি এ দিনকে ধারণ ও লালন করে।
বিভাগীয় কমিশনার আজ মহান ভাষা দিবস উপলক্ষে নগরের জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান এর সভাপতিত্বে এবং সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, ডিআইজি আনোয়ার হোসেন , পুলিশ সুপার এস এম রশিদুল হক, জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একে এম সরোয়ার কামাল , বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ সহ জেলা ও বিভাগীয় প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সবশেষে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উদযাপন উপলক্ষে চিএাংকন প্রতিযোগিতায় ১ম,২য়,৩য়,স্থান কারি ছাত্র ছাত্রীদেরকে পুরষ্কার প্রধান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *