স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা সদরের বাকাল মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ০২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাকাল মাধ্যমিক বিদ্যালয়ে উক্ত বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মহান আল্লাহর রহমত, পরিশ্রম এবং মা-বাবার দোয়া এই তিনটি জিনিস যার জীবনে আছে তাকে কেউ পরাজিত করতে পারবে না। আল্লাহর উপর ভরসা রেখে কঠোর পরিশ্রম করলে তোমাদের চলার পথ মসৃণ হবে। তোমরা তোমাদের লক্ষে পৌঁছে যাবে। কোন বাধা তোমাদের আটকাতে পারবে না।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান বর্তমান সদস্য সৈয়দ আমিনুর রহমান বাবু, সদর থানা অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান, বাকাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাখন লাল বিশ্বাস সহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবকবৃন্দ সহ সুধীজনরা।