পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাগমারা মসজিদ-এ-দারুস সালাম এর প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি জমিদান, অর্থদানসহ যাদের অক্লান্ত শ্রম ও মেধা বিনিয়োগে মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছে তাদের মধ্যে যারা প্রয়াত হয়েছেন তাদের রুহের মাগফেরাত এবং যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল শুক্রবার সন্ধ্যায় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
ইফতারপূর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, সাবেক কমিশনার শেখ সিদ্দিকুর রহমান। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি পবিত্র মাহে রমজানে নিজেদের মধ্যে শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার জন্য জোর দেন তিনি সম্মিলিতভাবে এবং খুলনার বিত্তবানদের প্রতি মসজিদ-এ-দারুস সালাম এর নতুন ভবন নির্মাণে এগিয়ে আসার জন্য আহবান জানান। ইফতারীর পূর্বে সবাইকে স্বাগত জানান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এস.এম মতিয়ার রহমান। এছাড়া মসজিদের নতুন ভবনের নকশা ও এর বিভিন্ন দিক উপস্থাপন করেন পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুল আলম লিটন।
এ সময় উপস্থিত ছিলেন ২৭নং ওয়ার্ড কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শমশের আলী মিন্টু, মাওলানা মোঃ রফিকুর রহমান, মুফতি মাহফুজ রহমান, মোঃ মুজিবুর রহমান ফয়েজ, শেখ মোঃ মোসলেম আলী, কাজী আশরাফুল আলম, মোঃ মুজিবুর রহমান, এস ওয়াহিদুর রহমান বাবু, মোঃ নজরুল ইসলাম খোকন, মোঃ শরিফুল ইসলাম, মোঃ মিজানুর রহমান মিজু, মোঃ মোস্তাফিজুর রহমান মিঠু, মোঃ আব্দুল্লাহ লিটন, মোঃ শরীফ মোর্তজা আলী, মোঃ মনিরুজ্জামান মিনু, মোঃ কামরুজ্জামান বাবলু, একেএম ফয়জুল কবির দিপু, সেখ মোহম্মদ আলী, মোঃ আরিফুর রহমান, মোঃ মিজানুর রহমান স্বপনসহ অনান্য সদস্যবৃন্দ। এছাড়াও প্রচার সম্পাদক সেখ নাদিমুজ্জামান জনি সুস্থতার জন্য দোয়াসহ ইফতারের পূর্বে দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা মুফতি মোঃ বদরুজ্জামান। প্রেস বিজ্ঞপ্তি