পাটকেলঘাটা সাতক্ষীরা প্রতিনিধি : পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় ও উন্নয়ন প্রচেষ্টার কৃষি ইউনিটের আওতায় বাস্তবায়িত উচ্চ ফলনশীল নতুন ফসল চাষ এর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়। নতুন ফসল হিসাবে বারি বেগুন-১২ চাষ করা হয়।
বুধবার বিকাল ৪ টায় পাঁচপাড়া মাঠে অনুষ্ঠিত মাঠ দিবসে বারি বেগুন -১২ এর চাষাবাদ, ফলন ও আয়-ব্যায় সম্পর্কে আলোচনা করা হয়।
উল্লেখ থাকে যে বারি বেগুন -১২ পুরো জেলার মধ্যে সর্ব প্রথম উন্নয়ন প্রচেষ্টার কৃষি ইউনিটের আওতায় চাষ করা যায় হয়। কৃষক মোঃ আক্তারুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রায় ৫০ জন কৃষক ও কৃষাণি অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উন্নয়ন প্রচেষ্টার এসইপি প্রকল্পের কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিন, ডাঃ জহিরুল ইসলাম, শাখা ব্যবস্থাপক অচিন্ত্য কুমার, সহকারী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল হাদী ও তরিকুল ইসলাম। পুরো মাঠ দিবস অনুষ্ঠান পরিচালনা করেন উন্নয়ন প্রচেষ্টার কৃষি কর্মকর্তা মোঃ নয়ন হোসেন।