স্টাফ রিপোর্টার : সরকারি চাকরিতে বদলি একটি নিয়মওত প্রক্রিয়া আর সেই প্রক্রিয়াতেই খুলনাস্থ ভারতীয় সহকারী দূতাবাসে প্রতিষ্ঠাকালীন নিযুক্ত সহকারী হাই কমিশনার শ্রী রাজেশ কুমার রায়না প্রায় সাড়ে চার বছর কাজ করে দিল্লী ফিরে যাচ্ছেন। ফেরার পূর্বে তিনি সস্ত্রীক ২ দিন ব্যাপী সাতক্ষীরা সফর করেন।
সফরকালে তিনি রানি রাসমনির স্মৃতি বিজড়িত কলারোয়ার সোনাবাড়িয়া শ্যাম সুন্দর মন্দির, দেবহাটা শ্রী শ্রী প্রনব মঠ ও ভারত সেবাশ্রম, শ্যামনগরের ঈশ্বরীপুর যশোরেশ্বরী শক্তিপীঠ পরিদর্শন শেষে পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি পঞ্চমন্দির পরিদর্শনে আসেন।
রবিবার সন্ধ্যায় শ্রী রাজেশ কুমার রায়না তার স্ত্রী শ্রীমতি নন্দিতা রায়না মায়ের বাড়ি পৌছালে তাদেরকে স্বাগত জানান জেলা মন্দির সমিতির উপদেষ্টা মেডিসিন বিশেষজ্ঞ বীর মুক্তিযোদ্ধা ডা. সুশান্ত ঘোষ ও সনাতন ধর্মীয় যুব সংঘের নির্বাহী সভাপতি জেলা মন্দির সমিতির সাংস্কৃতিক সম্পাদক পলাশ দেবনাথ।
স্বল্পসময় অবস্থানকালে তিনি মন্দিরে পূজা দেন এবং একে একে মন্দির কমপ্লেক্সের সকল মন্দির ঘুরে দেখেন৷ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সনাতন ধর্মীয় যুব সংঘের সভাপতি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুব্রত ঘোষ তাকে মন্দিরের গৌরবময় ইতিহাস তুলে ধরেন।
এরপর তিনি দোলযাত্রা, গৌর পূর্নিমা ও হোলি উৎসবের অংশ হিসেবে আগত ভক্তবৃন্দের সাথে আবীর খেলায় মেতে ওঠেন। নব নির্মিত শ্রী শ্রীমন চৈতন্য মহাপ্রভুর মন্দিরের পক্ষ থেকে প্রকাশনা “মহাপ্রভু দর্শন” হস্তান্তর করেন জয় মহাপ্রভু সেবক সংঘ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. সুশান্ত ঘোষ।
এসময় উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট সাতক্ষীরা অফিসের ফিল্ড অফিসার মিন্টু হালদার ও সঞ্জয় সরকার, সংগীতশিল্পী চৈতালী মুখার্জি, সাতক্ষীরা জেলা ছাত্র মহাজোটের সভাপতি মিলন বিশ্বাস রুদ্র, সাংবাদিক কর্ণ বিশ্বাস কেডি, নাট্যকার প্রতীক বিশ্বাস সহ মন্দিরের আবাসিক ছাত্রবৃন্দ।
বিদায়ী সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না বলেন, “আমি বার বার আসতে চাই আপনাদের সাতক্ষীরাতে, আপনারা আমাকে যে আন্তরিকতায় বেঁধেছেন তা ভোলার নয়। ভারত-বাংলাদেশ পবিত্র বন্ধুত্ব এক বহমান ধারা -একে যথাযথভাবে পরিচর্যার দায়িত্ব আমাদের সকলের।”
শ্রীমতি রায়না বলেন, “সাতক্ষীরার ঐতিহ্যবাহী এই ঘোষ পরিবারটির সাথে আমাদের পারিবারিক সম্পর্ক বিশেষ করে সমাজসেবিকা শ্রীমতি সুলেখা ঘোষের আতিথিয়েতা ভোলার নয় কখনোই।” রায়না দম্পতি তাদের জন্য সাতক্ষীরাবাসীর আশীর্বাদ প্রার্থনা করেন।