ডেস্ক রিপোর্ট :সাতক্ষীরা বিআরটিএ ও সদর হাসপাতালে অভিযান চালিয়ে ৫ দালালকে আটক করেছে। র্যাব-৬ সাতক্ষীরা কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মো: ইশতিয়াক হোসাইন ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহিদুজ্জামান এবং নির্বাহী ম্যাজিস্টেট মো: নুরুল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা প্রদান করা হয়েছে।
আটচককৃতরা হলো-সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার মৃত ফকির আলী গাজীর ছেলে খোরশেদ গাজী, মাগুরা এলাকার মৃত ওসমান গাজীর ছেলে মো: মহিদুল ইসলাম, পুরাতন সাতক্ষীরার নুর মোহম্মাদের ছেলে মো. রুহুল আমিন, বেতলা এলাকার মো: মাসরিব আলীর ছেলে দেলওয়ার হোসেন এবং মুকুন্দপুর এলাকার আফসার উদ্দিনের ছেলে হাফিজুল আলম রিপন।
আটককৃত মো. রুহুল আমিনকে দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড এবং অন্যান্যদের ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১২ হাজার টাকা জরিমানা করা হয়। কারাদন্ড প্রাপ্তদের সাতক্ষীরা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।
ভুক্তভোগীরা জানান, বিআরটিএ অফিসে কিছু মানুষ টাকা ছাড়া কাজ করে না। ফলে তাদের আইনের আওতায় আনতে হবে। মানুষ দিন দিন ঘুরে বাধ্য হয়ে দালাল ধরে।