দীপক শেঠ, কলারোয়া : বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি জননেতা হাবিবুল ইসলাম হাবিবের কারামুক্তিতে কলারোয়ায় আনন্দ মিছিল বের করে ছাত্রদল। মঙ্গলবার সন্ধ্যায় কলারোয়া পৌর শহরে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহজালাল হোসেন সাজুর নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করা হয়।
মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয় কলারোয়া পৌরশহর। মিছিল শেষে উপজেলা পরিষদ তোরণের সম্মুখে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাজাহাল আহমেদ সাজু, ছাত্রদল নেতা রাব্বি, ফয়সাল, সৈকত, আবির, রুহান, আকিব প্রমুখ। এছাড়া পৌর যুবদলের সদস্য সচিব মোজাফফর হোসেনের নেতৃত্বে মঙ্গলবার রাতে অনুরূপ আনন্দ মিছিল বের করা হয়। পরে প্রাণিসম্পদ অফিসের সামনে সংক্ষিপ্ত এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, দীর্ঘ চার বছর কারাভোগের পর কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে থেকে মঙ্গলবার বিকেলে মুক্তি পান সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।