বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির উদ্যোগে শহরের আমতলা মোড় থেকে এ বর্ণাঢ্য র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের আমতলা মোড়স্থ গণমুখি ক্লাবের সামনে অনুষ্ঠিত হয় আলোচনাসভা।

জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক চেয়ারম্যান আব্দুর রউফ, হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির সদস্য শের আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহীন, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা কৃষক দলের আহবায়ক আহসানুল কাদির স্বপন, যুবদল সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, শ্রমিকদল সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর শফিকুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, কৃষকদল সদস্য

সচিব শাহিনুর রহমান, যুগ্ম আহবায়ক সালাউদ্দিন লিটন, রবিউল ইসলাম, শাহাদত হোসেন, আব্দুল্লাহ আল মাসুম রাজ, ওয়ার্ড বিএনপি নেতা ইয়াছিন আলী, সৈয়দ আব্দুল জলিল, জহুরুল হক, ওলিউল্লাহ, ইলিয়াস হোসেন, নুরে আলম সিদ্দিকী, আশরাফ হোসেন, মাহমুদুল হক, মতিনুর রহমান কচি, নবজান হোসেন, রোকনুজ্জামান, কামরুজ্জামান পলাশ, মাহমুদ আলী, বকুল হোসেন, যুবদল নেতা মনিরুজ্জামান প্রিন্স,

মাসুদ রানা সবুজ, স্বেচ্ছাসেবক দল নেতা গোলাম সরোয়ার, আসলাম পারভেজ শাহীন, গোলাম সরোয়ার, সাইদুর রহমান, শ্রমিকদল নেতা আবু হাসান, আমিনুর রহমান, আবু তালেব, উপজেলা কৃষকদল নেতা সোহেলা রানা, আনারুল ইসলাম, আমির হোসেন বাদসা, গোলাম রসুল খোকন, জাহাঙ্গীর হোসেন, ডা: মামুনুর রহমান খান, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় পৃথক পৃথক র‌্যালি নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। প্রেস বিজ্ঞপ্তি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *