হাফিজুর রহমান শিমুল : বিএনপি জামাতের নৈরাজ্য রুখতে আওয়ামীলীগকে আরও সু-সংগঠিত করতে হবে। তারা শুধু ষড়যন্ত্রে লিপ্ত থেকে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নের অপচেষ্টা চালাচ্ছে। বঙ্গবন্ধুর কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের চিত্র জনগনের সামনে তুলে ধরতে হবে। মুখোশ খুলে দিতে হবে দেশ বিরোধী ও স্বাধীনতা বিরোধীদের।
আ’লীগের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক একথা বলেন।
কালিগঞ্জ উপজেলা আ’লীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিত সভা (রবিবার ৫ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ অডিটরিয়ামে আ’লীগের উপজেলা সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, জেলা আ’লীগের সহ-সভাপতি শেখ সাঈদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, সহ- সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিঃ শেখ মেহেদী হাসান সুমন, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল আহসান, সাংগঠনিক সম্পাদক এ্যাড. হাবিব ফেরদৌস শিমুল প্রমুখ। উপজেলা আ’লীগের সদ্য ঘোষিত পুর্নাঙ্গ উপজেলা কমিটির প্রথম গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত ছিলেন উপজেলা আ’ লীগের কমিটির সকল পর্যায়ের নেতৃবৃন্দ। আ’লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।