ডেস্ক রিপোর্ট : শাহাবাগ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন কোতোয়াল শরীয়তপুরের তুলাসার ইউনিয়নের ইউপি নির্বাচনে নৌকার বিজয় নিয়ে ঘরে ফেরার পথে গত (১৪ নভেম্বর) রবিবার মেহেদী কোতোয়াল কে নৌকার বিদ্রোহী প্রার্থী জাহিদ ফকির ও বাচ্চু বেপারীর সমর্থকরা অতর্কিত হামলা করে। এসময় তার শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে ক্ষতবিক্ষত করে হামলা কারিরা।
এ নিয়ে মেহেদী কোতোয়াল এর বড় ভাই জাকির হোসেন কোতোয়াল মঙ্গলবার (১৬ নভেম্বর) শরীয়তপুর সদর মডেল থানায় মামলা করতে যান। মামলা শেষে থানা থেকে বের হবার সময় বাচ্চু বেপারী ও তার লোকজন মিলে জাকির হোসেন কোতোয়ালের ওপর হামলা করে এবং হত্যাকরার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করে।
একই সাথে তার পায়ে গুলি করে। জাকির হোসেন কোতোয়ালকে উন্নত চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।