‘বাস্তুতন্ত্র পুনরুদ্ধার’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। মানবাধিকার সংস্থা হেড এর আয়োজনে বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও গাছের চারা বিতরণ করা হয়।
হেড সংস্থার সহ-সভাপতি আজিজুল রহমান বাদশা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।
বিশেষ অতিথি ছিলেন জেলা নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক আনিসুর রহিম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, হেড সংস্থা নির্বাহী পরিচালক লুইস রানা গাইন, ক্রিসেন্ট সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর, সাংবাদিক ফারুক হোসেন, মনিরুজ্জামান মনি, হোসেন আলী প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন হেড সংস্থার কো-অর্ডিনেটর বরুন রবার্ট নাথ, ফিল্ড অফিসার আরিজা সুলতানা আঁখি, জয় সরদার, তরুণ কুমার, আফরোজা সুলতানা জুঁই, একাউন্টিং অফিসার শরিফা খাতুন, হেড সংস্থার কোর ভলেন্টিয়ার ও আলোর মিছিল এর সহ-সভাপতি ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক গোলাম হোসেন, রুপা বেবি প্রমুখ।
এসময় বক্তারা বলেন পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের সকলকে একসাথে এগিয়ে আসতে হবে এবং বেশি বেশি গাছ লাগাতে হবে। আসুন আমরা সবাই মিলে পরিবেশ বাঁচাই।