ডেস্ক রিপোর্ট: নায়ক শাকিব খানের সঙ্গে চিত্রনায়িকা অপু বিশ্বাসের সংসার ভাঙনের পর সম্প্রতি যুক্তরাষ্ট্রে একসঙ্গে ঘুরতে দেখা গেছে তাদের। ফলে নতুন করে আলোচনা শুরু হয় তাদের নিয়ে। ভক্ত ও শুকাঙ্খিরা ভেবেছিলেন হয়তো আবার জোড়া লাগছে তাদের সংসার। অপু ও শাকিবের যুক্তরাষ্ট্র ঘুরে আশা নিয়ে রেশ কাটতে না কাটতে এবার নতুন করে আলোচনার তৈরি হলো।
রবিবার (১৩ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসুবকে একটি পোস্ট করেন এই নায়িকা। ফেসবুক প্রোফাইলে সিঙ্গেল স্ট্যাটাস বদলে অপু বিশ্বাস লেখেন ‘গট ম্যারেড’। তার এই পোস্ট দেখে ভক্তদের মনে জল্পনা শুরু হয় তাহলে এবার কি সত্যি সত্যি দ্বিতীয় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন এই নায়িকা! আবার কেউ কেউ মনে করেন হয়তো নায়িকার ফেসবুক আইডি হ্যাক হয়েছে! এ ছাড়া, বিয়ের শুভেচ্ছাও জানাতে থাকেন অনেকে। ফেসবুকে দেওয়া পোস্টের বিষয়ে অপু গণমাধ্যমকে জানান, তার ফেসবুক আইডি হ্যাক হয়নি। তিনি নিজেই এই অঘটন ঘটিয়েছেন! ইনফো চেক করতে গিয়ে ভুলে এটা হয়েছে। পরে দ্রুতই সরিয়ে নিয়েছেন পোস্টটি। এর জন্য এই নায়িকা সবার প্রতি দুঃখিত প্রকাশ করেন।