পাটকেলঘাটা প্রতিনিধি : ৮ ফেব্রুয়ারি বিকাল ৪ টায় বাংলাদেশ টেলিভিশনের ৩ নম্বর স্টুডিওতে বিটিভির জনপ্রিয় গানের অনুষ্ঠান “অন্তরের গান” এর জন্য কন্ঠ দিলেন সাতক্ষীরার জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার ইন্দ্রজিৎ।
মোহাম্মদ আদিল মাহমুদ এর কথায় ও মোরশেদুল ইসলামের সুর সংগীত পরিচালনায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য বিশেষ ভাবে নির্মিত এই অনুষ্ঠানের জন্য ২১ তারিখ আমার মায়ের শিরোনামের গানটিতে কন্ঠ দিয়েছেন এই শিল্পী।
সূত্রে জানা যায়, আগামী ২১ তারিখ সকাল ৮ টার ইংরেজি সংবাদ এর পর এ অনুষ্ঠানটি প্রচার করা হবে। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের একের পর এক বিশেষ বিশেষ সঙ্গীতানুষ্ঠানে কন্ঠ দিয়ে জাতীয় পর্যায়ে একটি শক্ত অবস্থান করে নিচ্ছেন সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটার এই কন্ঠ শিল্পী।