মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এএফএম এন্তাজ আলী সংসদের উদ্যোগে শহরের খুলনা রোড মোড় ও সদর হাসপাতাল এলাকায় পথচারী, যানবাহন চালক ও দোকনদারদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
এসময় মাস্ক ব্যবহার না করা পথচারী, যানবাহন চালক ও দোকনদারদের মাঝে মাঝে মাস্ক বিতরণ এবং করোনা বিষয়ে সচেতন করা হয়। এই অনুষ্ঠানের উদ্যোক্তা বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এএফএম এন্তাজ আলী সংসদের পক্ষে তাঁর কনিষ্ঠ পুত্র সাংবাদিক মেহিদী আলী সুজয় বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে তাঁর সুযোগ্য কন্যা জননত্রেী শেখ হাসিনা -এঁর নেতৃত্বে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব পালনের পাশাপাশি ব্যক্তিগতভাবে ভবিষ্যতেও এইরূপ জনকল্যাণমূলক কাজ অব্যহত রাখবেন তাদের পরিবার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাক্ষ আবু আহমেদ, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. ওসমান গনি, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এ্যাড. আজহারুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেজুঁতি, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুব্রত ঘোষ, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, সংগীত শিল্পী চৈতালী মুখার্জী সাবেক ছাত্রলীগ নেতা জাহিদ হাসান বাপ্পী, জেলা যুব ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক মিলন রায়, সদস্য সচিব রনজিত ঘোষ প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)