সাতক্ষীরা সদর সাংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র চাচা বীর মুক্তিযোদ্ধা মীর রিয়াসাত আলি আর নেই। বীর মুক্তিযোদ্ধা মীর রিয়াসাত আলি (৮৫) বার্ধ্ক্যজনিত কারনে শনিবার রাত পৌনে ১০টার দিকে ঢাকার বাস ভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা মীর রিয়াসাত আলি শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সহ-সভাপতি ও মধুবাগ আবাসিক উন্নয়ন কমিটির সহ-সভাপতির দয়িত্বে ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা মীর রিয়াসাত আলি’র মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ও শোকস্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি, মধুবাগ আবাসিক উন্নয়ন কমিটির সভাপতি ও এম আর পরিবহনের পরিচালক মো: নুরুল হক, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সাধারণ সম্পাদক কবির হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে, বীর মুক্তিযোদ্ধা মীর রিয়াসাত আলি’র গভীর শোক জানিয়েছেন ও শোকস্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন এম আর পরিবহনের এমডি ইকবাল কবির পলাশ। মধুবাগ আবাসিক উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনছারুজ্জামান প্রমুখ।