নাজমুল সুজন বিশ্বাস : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে যশোর বেনাপোল সোনালী ব্যাংকের তিন কর্মকর্তা সাময়িক চাকুরি চ্যুত হয়েছে। এ সময় বদলি করা হয়েছে বেনাপোল শাখা ব্যবস্থাপক প্রিন্সিপাল অফিসার আক্তার ফারুককে। সাময়িক চাকুরি চ্যুতদের মধ্যে রয়েছেন প্রিন্সিপল অফিসার মহিদুল ইসলাম, সাদেক আলী এবং অফিসার ক্যাশ দবির হোসেন।
বিভিন্ন সময়ে তাদের অনিয়ম এবং দুর্নীতি তদন্ত সাপেক্ষে ধরা পড়লে কর্তৃপক্ষ এ তিন কর্মকর্তাকে চাকুরি থেকে সাময়িক বাতিল করেন। বিষয়টি নিয়ে মাঠ পর্যায়ে তদন্ত করতে সোনালী ব্যাংকের একটি টিম কাজ করছে। বেনাপোল সোনালী ব্যাংকের বদলিকৃত ব্যবস্থাপক আক্তার ফারুক জানান বিষয়টি নিয়ে তদন্ত চলছে । দোষী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন কর্তৃপক্ষ।
সোনালী ব্যাংক বেনাপোল শাখার বর্তমান ব্যবস্থাপক সিনিয়র প্রিন্সিপাল অফিসার মহসিন আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ শাখার তিন কর্মকর্তাকে চাকুরি থেকে সাময়িক বাতিল করা হয়েছে বুধবার সকালে জেনেছি কিন্ত বেনাপোল শাখায় এখনো কোন চিঠি এসে পৌছায়নি।