নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত সদর উপজেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক ইনজামামুল হক ইনজা, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হৃদয়সহ আহত দলীয় নেতাকর্মীদের শারীরিক অবস্থার খোজঁ খবর নিয়েছেন সাতক্ষীরা জেলা আ’লীগের যুগ্ন-সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন দলীয় নেতাকর্মীদের দেখতে যান তিনি। এসময় আসাদুজ্জামান বাবু আহত দলীয় নেতাকর্মীদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তাদেরকে উন্নত চিকিৎসা সেবা দেওয়ার জন্য কর্তব্যরত ডাক্তারদের সাথে কথা বলেন।