মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সদরের বৈকারী ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী গতবারের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আসাদুজ্জামান অসলে ও তার ছেলে জহির রায়হান হৃদয়সহ আহতদের দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে গেলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ
রবি।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি
এমপি সাতক্ষীরা সদর হাসপাতালে যান এবং আহতদের চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।
এসময় এমপি রবি বলেন, প্রতিপক্ষ যারা আওয়ামী লীগের নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মো. আসাদুজ্জামান অসলে ও তার ছেলেসহ নেতা
কর্মীদের উপর বর্বর হামলা করেছে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ
করা হবে এবং এদের যারা রক্ত ঝরিয়েছে তাদের কোন ক্ষমা নেই।
গুরুতর আহত দুই জনের এখনও জ্ঞান ফেরেনি। তাদের অবস্থা আশঙ্খাজনক। সকাল সাড়ে ৭টার দিকে খলিলনগর এলাকায় ভোট গ্রহণ শুরুর পূর্বেই প্রতিদ্বন্দি প্রতিপক্ষরা ভোট কেন্দ্র দখল করতে গেলে বাঁধা দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
একাধিকনাশকতা ও অস্ত্র মামলার আসামী গোলাম সরোয়ার ও সাবেক জামাতের চেয়ারম্যান শহীদ হাসানের ভগ্নিপতির ভাই হারুন’র নেতৃত্বে বৈকারী ইউপি চেয়ারম্যান প্রার্থী ও কর্মী সমর্থকদের উপর এ বর্বর হামলা হয়েছে বলে জানা গেছে।
এ বর্বর হামলায় আওয়ামী লীগ মনোনীত বৈকারী ইউনিয়নে নৌকার চেয়ারম্যান
প্রার্থী গতবারের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আসাদুজ্জামান অসলে ও তার ছেলে জহির রায়হান হৃদয়সহ ৮ জন আহত হয়েছে।
উল্লেখ্য, বৈকারী ইউনিয়নের খলিলনগর, বাঁশদহা ইউনিয়নের কামারবায়সা ও ভোমরা ইউনিয়নের ভোমরা ইউনিয়ন পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রসহ কয়েককটি ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় নৌকার চেয়ারম্যান প্রার্থী ও কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।