1. altafbabu1@gmail.com : news :
  2. altafbabu1@gmail.com : Satkhira Times : Satkhira Times
September 10, 2024, 4:01 pm
Title :
সাতক্ষীরার বাজারগুলোতে উঠেছে পর্যাপ্ত ইলিশ: দামে কিছুটা স্বস্তি সাতক্ষীরা সিটি কলেজের সভাপতি হলেন অধ্যাপক নওশাদ আলম আশু জাপার নতুন প্রেসিডিয়াম সদস্য ও মশিউর রহমান বাবু ক্রীড়া সম্পাদক কুয়েটের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলরের গণমাধ্যমকর্মীদের মতবিনিময় চট্টগ্রামসহ ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক : চট্টগ্রামে ফরিদা খানম সাতক্ষীরার পুলিশ সুপার হিসেবে মোহাম্মদ মনিরুল ইসলাম এর যোগদান সাতক্ষীরায় পরিকল্পনা বিশ্লেষণ ও দায়িত্ব বন্ঠন মিটিং সাতক্ষীরায় খেলাপি মোটরযানের বিরুদ্ধে মোবাইল কোর্ট কলারোয়ায় ধানদিয়া বাজার সহ বিভিন্ন এলাকায় সাবেক এমপি হাবিবের শুভেচ্ছা বিনিময় ও পথসভা এক হাত নিয়ে বাদাম বিক্রেতাকে জেলা প্রশাসকের আর্থিক সহায়তা প্রদান

বৈকারী ইউনিয়নে কাবিখা প্রকল্পে শ্রমিকের বদলে এক্সেভেটর!

  • আপডেট সময় Friday, February 25, 2022

স্টাফ রিপোর্টার : কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পের উন্নয়নমূলক কাজের শুরুতেই সাতক্ষীরা সদর উপজেলায় কাবিখা প্রকল্পে শ্রমিকের বদলে নিয়ম বহির্ভূতভাবে মাটিকাটার এক্সেভেটর (ভেকু মেশিন) দিয়ে রাস্তা সংস্কার করার অভিযোগ উঠেছে প্রকল্প সভাপতিসহ সংশ্লিষ্ট কর্তকর্তাদের বিরুদ্ধে।

নিয়মনীতির তোয়াক্কা না করে সদর উপজেলার বৈকারী ইউনিয়নে নিয়ম বহির্ভূতভাবে শ্রমিকের বদলে এক্সেভেটর মেশিন দিয়ে এ রাস্তা সংস্কার করার ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, ‘গত কয়েকদিন ধরে নিয়ম বহির্ভূতভাবে এক্সেভেটর মেশিন দিয়েই ইউনিয়নের খলিলনগরের গ্রামীণ রাস্তা সংস্কার করে চলেছেন প্রকল্পটির সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য মেহেদী হাসান দোলন। শ্রমিকের কাজ এক্সেভেটর মেশিনে করিয়ে নিজেদের পকেট ভারী করায় ব্যস্ত সময় পার করছেন প্রকল্পটির সভাপতিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।’

তারা বলেন, ‘চলতি অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার কাবিখা কর্মসূচির আওতায় ইউনিয়নের খলিলনগর গ্রামের আবদার গাজীর বাড়ি হতে ময়না ডাক্তারের ঘের পর্যন্ত রাস্তা সংস্কারের কাজে কয়েক লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এরই পরিপ্রেক্ষিতে ওই প্রকল্পের নামে শ্রমিক দিয়ে মাটি কাটার নিয়ম থাকলেও কাজের সঙ্গে সংশ্লিষ্টরা সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করেই অধিক লাভের আশায় এক্সেভেটর মেশিন দিয়ে মাটি কেটে রাস্তা সংস্কারের কাজ করাচ্ছেন। এর ফলে দূর্ভোগ ও ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষক, শ্রমিকসহ হতদারিদ্ররা।’

এদিকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে সরেজমিনে গেলে ঘটনার সত্যতা মেলে। শ্রমিকের বদলে নিয়ম বহির্ভূতভাবে এক্সেভেটর মেশিন দিয়ে রাস্তার ধার থেকে গভীর খননকরে মাটি কেটে ওই প্রকল্পের সংস্কার কাজ করেচ্ছেন প্রকল্পটির সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য মেহেদী হাসান দোলন। এর ফলে কর্মহীন হয়ে পড়েছেন ওই এলাকার হতদরিদ্র শ্রমিকরা।

অপরদিকে এক্সেভেটর মেশিন দিয়ে গভীর খননকরে মাটি কাটায় ধসে যাওয়ার আশঙ্কা রয়েছে সংস্কারকৃত রাস্তার। তবে গণ্যমাধ্যমের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত ইউপি সদস্য ও প্রকল্পটির সভাপতি মেহেদী হাসান দোলন।

ওই এলাকার একাধিক ব্যক্তিরা বলেন, ‘করোনার কারনে বেকার হয়ে পড়েছি। তারউপর বিভিন্ন দ্রব্যের দাম অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাওয়াতে খুব কষ্টের ভিতরে দিন পার করছি। আশায় বুক বেঁধে ছিলাম সরকারের উন্নয়নমূলক কাজ শুরু হলে কাজ পাব। তবে আমাদের পেটে লাথি মেরে পকেট ভারীর জন্য এক্সেভেটর মেশিন দিয়ে কাজ করানো হচ্ছে। এবিষয়ে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেও কোনো কাজ হয়নি।’

বিগত সময়ে কাবিখা প্রকল্পে কাজ করা একাধিক শ্রমিকরা বলেন, ‘আমরা গরিব খেটে খাওয়া মানুষ, আমাদের কাজ দরকার। আমাদের কাজ না দিয়ে প্রকল্প সংশ্লিষ্টরা এক্সেভেটর মেশিনে মাটি কাটার কাজ করছেন। এটা কি সরকারের নিয়ম?’

এবিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য ও প্রকল্পটির সভাপতি মেহেদী হাসান দোলনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

এব্যাপারে বৈকারী ইউনিয়ন পরিষদের সচিব মনোতোজ সাধু বলেন, ‘কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচিতে এক্সেভেটর মেশিন ব্যবহারের কোন নিয়ম নেই। আমি যতোদূর জানি ওই প্রকল্পটি স্থানীয় শ্রমিকদের দিয়ে করানোর কথা। তবে কীভাবে এক্সেভেটর মেশিন দিয়ে করানো হচ্ছে সেটা আমার বোধগম্য নয়।’

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা-তুজ-জোহরা বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। এবিষয়ে খোজঁ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 satkhiratimes24.com
Theme Customized By BreakingNews