স্টাফ রিপোর্টার : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা বিজয়ের লক্ষে বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলার ৩ নং বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বুধবার সন্ধায় বৈকারী ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে উক্ত নির্বাচনী বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কওছার আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব এসএম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহজান আলী, সহ-সভাপতি ও বৈকারী ইউপি নির্বাচনে পুন:রায় চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান আসলে।
এছাড়া বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আফাজ উদ্দীন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান, সদস্য ইশারুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, ইউনিয়ন যুবলীগের সভাপতি জুলফিকার আলী জুলু সহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে।
উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী ১১ নভেম্বর বৈকারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে নৌকার বিজয় আনতে সকল পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকদের ঐকবদ্ধ থাকার আহবান জানাচ্ছি।
একই সাথে সকল কে সজাগ থাকতে হবে যাতে করে জামাত-শিবিরের সন্ত্রাসীরা মাথা চাড়া দিতে না পারে। আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা-কর্মীদের অতন্দ্র প্রহরীর মতো ভোট কেন্দ্র পাহাড়া দিতে হবে। যে কোনমূল্যে বৈকারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিক কে বিজয়ী করতে হবে।