আলতাফ হোসেন বাবু : সাতক্ষীরার সদরের বৈকারী ইউনিয়ন বাসীর ভালোবাসায় সিক্ত হলেন পুন:রায় চেয়ারম্যান পদে নৌকা প্রতিকের প্রার্থী আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান অছলে।

স্থানীয় সরকার নির্বাচনে শনিবার রাতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডে সাতক্ষীরা সদরের ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের চূড়ান্ত নাম ঘোষণা করা হয়।

নাম ঘোষণার পর রবিবার বিকালে ঢাকা থেকে ফিরে আসেন সদর উপজেলার বৈকারী ইউপি চেয়ারম্যান ও পুন:রায় চেয়ারম্যান পদপ্রার্থী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুজ্জামান অছলে।

নৌকা প্রতিত নিয়ে ঢাকা থেকে নির্বাচনী নিজ এলাকায় ফিলে আসলে রবিবার বিকাল ৫টায় বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ এর সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান অছলে কে সদরের ভাদড়া বলফিল্ড মোড় থেকে পাঁচ শতাধিক মোটরসাইকেল, দুই শতাধিক ইজিবাউক ও ইঞ্জিন ভ্যান যোগে দলীয় নেতা কর্মী ও হাজার হাজার সমর্থকরা শোভাযাত্রা সহকারে জয়বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে স্লোগানে মূখরিত করে কাথন্দা বাজারে বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত পথসভা করেন।

পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বৈকারী ইউপি চেয়ারম্যান ও পুন:রায় চেয়ারম্যান পদপ্রার্থী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুজ্জামান অছলে।

এসময় তিনি দলীয় মনোনয়ন দেওয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এসময় ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান অছলে বলেন, নৌকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিক। নৌকা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিক। নৌকা উন্নয়নের প্রতিক।

মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ কৃষি, স্বাস্থ্য, শিক্ষা সহ সকল ক্ষেত্রে উন্নয়ন করে চলেছেন। জন নেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাধেশ এখন উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে রুপান্তরিত হচ্ছে। আগামীতে দেশের গ্রাম হবে শহর। তাই সকল ভেদাভেদ ভুলে বৈকারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে নৌকা প্রতিককে বিজয়ী করতে হবে।

ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান অছলের পথসভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, শিক্ষা বিষয়ক সম্পাদক আফাজ উদ্দীন, কৃষি বিষয়ক সম্পাদক সরদার মহাশিন কবির পিন্টু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান, বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, ইউনিয়ন যুবলীগ সভাপতি জুলফিকার আলী জুলু, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রেজাউল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা হাজী সাইফুল ইসলাম, নজরুল ইসলাম, আবুল কালাম, মনিরুজ্জামান সহ দলীয় নেতা-কর্মী ও সমর্থক বৃন্দ।

এদিকে, চেয়ারম্যান পদে বৈকারী ইউনিয়নে পুন:রায় নৌকা প্রতিক পাওয়ায় ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান অছলে রবিবার সকাল ৮টায় ঢাকায় অবস্থানরত সাতক্ষীরা জেলা আওয়ামী লেগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ হারুণ অর রশিদ, সদর উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ কে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *