সাতক্ষীরা সদরের বৈকারী ইউপিতে প্রগতি’র উদ্যোগে দুস্থ মহিলা উন্নয়ন কর্মসূচী (ভিজিডি) ২০২১-২০২২ সদস্যদের জীবনমান দক্ষতা ও আয়বর্ধন মূলক প্রশিক্ষণ কার্যক্রম উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৫/০৬/২২) সকাল ১০ টায় বৈকারী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান আবু মো. মোস্তফা কামাল।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রগতি’র নির্বাহী পরিচালক আশেকী-ই-এলাহী, মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মনিরুল হক, সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক মো. মুনসুর রহমান, বৈকারী ইউপি সচিব তবিবুর রহমান, ব্রেকিং দ্যা সাইলেন্স সাতক্ষীরার ইনচার্জ শরিফুল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন ০২ নং ওয়ার্ডের মেম্বার মো. আনারুল ইসলাম, ০৭ নং ওয়ার্ডের মেম্বার মো. আলি হোসেন, ০৮ নং ওয়ার্ডের মেম্বার আব্দুল জলিল, ০৯ নং ওয়ার্ডের মেম্বার মো. মফিজুল ইসলাম। এসময় ০৩ নং ওয়ার্ডের মেম্বার মেহেদী হাসান দোলন, সংরক্ষিত ১,২, ও ৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোছা. নাছিমা খাতুন, ৪,৫, ও ৬ নং ওয়ার্ডের মেম্বার মোছা. রহিমা খাতুনসহ ভিজিডি সুফলভোগীরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রগতি’র প্রোগ্রাম কো-অডিনেটর সুপ্রকাশ দে ও ট্রেনার মাসুদ হাসান। উপরিউক্ত আলোচনা শেষে ভিজিডি প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। দীর্ঘ সময় ধরে প্রশিক্ষণ শেষে সুফলভোগীরা তাদের কর্মদক্ষতা প্রদর্শনের মাধ্যমে প্রগতি আয়োজিত ভিজিডি সদস্যদের জীবনমান দক্ষতা ও আয়বর্ধন মূলক প্রশিক্ষণ কার্যক্রম সমাপ্ত হয়।(প্রেস বিজ্ঞপ্তি)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *