স্টাফ রিপোর্টার : ইউনিয়ন পরিষদ নির্বাচন কে কেন্দ্র করে সাতক্ষীরা সদরের বৈকারী ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় গুরুত্বর আহত সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকে চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান অসলে ও তার ছেলে জহির রায়হান হৃদয়সহ আহতদের দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে গেলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু সাতক্ষীরা সদর হাসপাতালে যান এবং আহতদের চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।

এসময় আওয়ামী লীগ নেতা-কর্মী ও সমর্থকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে সন্ত্রাসী হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু।

উল্লেখ্য, এ বর্বর হামলায় আওয়ামী লীগ মনোনীত বৈকারী ইউনিয়নে নৌকার চেয়ারম্যান প্রার্থী গতবারের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আসাদুজ্জামান অসলে ও তার ছেলে জহির রায়হান হৃদয়সহ ৮ জন আহত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *