স্টাফ রিপোর্টার : ১১ নভেম্বর বৈকারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আসাদুজ্জামান অসলে’র নৌকা বিজয়ের লক্ষে নির্বাচনী মটরসাইকেল শোভাযাত্রা ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মঙ্গলবার বিকাল ৪টায় বৈকারী ইউনিয়নের কাথন্ডা বাজার থেকে নৌকা প্রতিকের প্রায় ৫০০ মটরসাইকেল নিয়ে শোভা যাত্রা শুরু করে মৃঙ্গীডাঙ্গা, খলিলনগর, বৈকারী সহ নয় টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে নির্বাচনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে বৈকারী বাজারে সংক্ষিপ্ত পথ সভা অনুষ্ঠিত হয়।

পথ সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ডা. মুনছুর আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পুন:রায় চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান অসলে, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, সদর উপজেলা আ’লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আফাজ উদ্দীন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান, বৈকারী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।

পথ সভায় বক্তারা বলেন বৈকারী ইউনিয়ন বাসীর উন্নয়ন চাইলে নৌকা বিজয়ের বিকল্প নেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মানবতার মমতাময়ী মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের মাঝে এখন উন্নয়নের রোল মডেল।

তাই আগামী ১১ নভেম্বর সারা দিন নৌকা প্রতিকে ভোট দিয়ে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান অসলে কে পুন:রায় বিজয়ী করতে হবে।

বক্তারা আরো বলেন শান্তিপূর্ণ নির্বাচনে যদি কোন অপশক্তি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তবে বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে কঠোর হস্তে প্রতিহত করা হবে। ১১ নভেম্বর নৌকা প্রতিকের বিজয় ঘোষণা না হওয়া পর্যন্ত কর্মী-সমর্থকরা ঘরে ফিরবেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *